স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে মানিকগঞ্জে একজনকে কারাদন্ড ও সিংগারইরে অন্য আরেকজনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান।
প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৭০ গ্রাম গাঁজা, ১২৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এদিকে সোমবার বিকেলে গড়পাড়া তেঘুরী কুদরসা মাজারের সামনে থেকে গাঁজা সেবন অবস্থায় রানা নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সিংগাইরে গাঁজা সেবনের দায়ে হানিফ নামের আরেক যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ৫ জুন ২০১৮/ লিটন