মানিকগঞ্জে বৃষ্টিতে নষ্ট মরিচ গাছ

বিশেষ প্রতিবেদক : বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে মানিকগঞ্জের মরিচ চাষীরা। চলতি মৌসুমে জেলার ৪৯ হেক্টর জমির মরিচ গাছ মরে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন চাষীরা।

কৃষকরা জানায়, আবহাওয়া অনুকুলে থাকায় মানিকগঞ্জে কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু হঠাৎ মরিচসহ গাছগুরো মরে যাওয়ায় তারা মারাত্নক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্থ কৃষকরা সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও ঘিওর উপজেলার সব চেয়ে বেশি মরিচের আবাদ হয়। এবার জেলায় কাঁচামরিচের আবাদ হয়েছে ৫ হাজার ৪শত ৬০ হেক্টর জমিতে যা গতবারের তুলনায় ৮২৪ হেক্টর বেশী হয়েছে।

বইকা গ্রামের মরিচ চাষী মাইনুদ্দিন মোল্লা বলেন, এবার তিনি ৮১ শতাংশ জমিতে ২৪ হাজার মরিচের চারা রোপন করেছেন। তাতে ফলনও হয়েছে ভালো। কিন্তু হঠাৎ অজ্ঞাত কারণে তার ৮ হাজার মরিচগাছ মরিচসহ মরে গেছে।

খেরুপাড়া গ্রামের কৃষক মো. নুর উদ্দিন বলেন, তিনি এবার ৫০ শতাংস জমিতে ১২ হাজার মরিচের চারা রোপন করেছেন। এর মধ্যে ৩ হাজার মরিচ গাছ মরে গেছে।

ভাদিয়াখোলা গ্রামের রেণু বেগম বলেন, তিনি ২৭ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছেন। অর্ধেক মরিচগাছ মরে গেছে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী বলেন, অতিবৃষ্টির কারণে মরিচগাছের গোড়ায় পানি জমে গাছগুলি মরে গেছে।ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের কোন প্রণোদনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের জানোনো হয়েছে। এখনও কোন সাড়া পাওয়া যায়নি।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৬ মে ২০১৮/ লিটন