মানিকগঞ্জে বজ্রপাতে নিহত দুই

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুরে স্কুল চলাকালীন সময়ে বজ্রপাতে এক ছাত্র নিহত ও ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। একই উপজেলায় বজ্রপাতে মারা গেছেন এক কৃষকও।

বুধবার দুপুরে দৌলতপুরের বাঁচামারা ও তালুকনগর এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন, তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম অন্তর (১২) এবং বাঁচামারা ইউনিয়নের হাসাদিয়া গ্রামের হাফেজ শেখের ছেলে কৃষক ইয়াকুব আলী শেখ (৪৮) ও তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান জানান, দুপুর পৌনে দুইটার দিকে স্কুলের টিফিন চলাকালীন সময়ে শিক্ষার্থী মাঠে খেলা করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে বিভিন্ন শ্রেনীর ১০ জন শিক্ষার্থী আহত হন। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সাইফুল ইসলাম অন্তরকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ৮ জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটে বাঁচামারা ইউনিয়ন হাসাদিয়া গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ জানান, ইয়াকুব আলী ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সব খবর/ মানিকগঞ্জ/ ৯ মে ২০১৮/ লিটন