স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে রোববার থেকে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে।
জেলা শহরের বান্দুটিয়া এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম আনুষ্ঠানিকভাবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এ সময় জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক সালমা আঁখি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার ) মোর্তাহীন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ পাসপোর্ট কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে পাসপোর্ট করতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি হয়রানি ছাড়া গ্রাহকদের পাসপোর্ট প্রাপ্তির বিষয়ে পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ৪ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন