মানিকগঞ্জে চার ডাকাত আটক

স্টাফ রিপোর্টার : ৩৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের ব্যাটারী, একটি মাইক্রোবাস ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার জাগীরের মেঘশিমুল এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সম্রাটকে (২৬) আটক করা হয়।

আটক সম্রাট সদর উপজেলার রাজনগর গ্রামের সোরহাব হোসেনের ছেলে। সম্রাটের দেওয়া তথ্যানুসারে পুলিশ অভিযান চালিয়ে আরোও ৩ ডাকাতকে আটক করে।

আটককৃতরা হলো, রংপুর জেলার গঙ্গাচর থানার চেংমারি গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫), মাদারীপুর জেলার শিবচর থানার চর বাছামারা গ্রামের মৃত চান মিয়ার ছেলে সোলাইমান (৪২) ও পাবনার জেলার সুজানগর থানার সাগরকান্দি গ্রামের মৃত খলিল শেখের ছেলে শাহ আলম (৫০)।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে ডাকাতদের আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাগিরের পাট গবেষণা কেন্দ্র এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সম্রাটকে একটি মাইক্রোবাসসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ১০/১২ জন ডাকাত পালিয়ে যায়। পরে সম্রাটের দেওয়া তথ্যানুযায়ি বাকি ৩ ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকার দামের বিভিন্ন প্রকারের বড় বড় ব্যাটারি উদ্ধার করা হয়। এরা গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন বিভিন্ন বাজার থেকে ওই ব্যাটারি ডাকাতি করে নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ৭ এপ্রিল ২০১৮/ লিটন