ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ বিশ্বাসকে (৩৫) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকালে শৈলকুপার পদমদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফিরোজ বিশ্বাস ওই এলাকার মৃত সিরাজ বিশ্বাসের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে শৈলকুপা, শেখপাড়া, পদমদি, ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় শৈলকুপায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ৭ মার্চ ২০১৮/ লিটন