মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলা

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে জাগীর দিঘুলিয়া গ্রামে মাদকব্যবসার প্রতিবাদ করায়  রোববার দুপুরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

হামলায় আহত ওই ব্যক্তির নাম মো. বাতেন (৩৫)। তাঁর বাড়ি জাগীর দিঘুলিয়া গ্রামে। তিনি একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

আহত মো. বাতেন অভিযোগ করেন, প্রায় পাঁচ মাস ধরে জাগীর দিঘুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে জয়নাল হোসেন (৩২) ধরে এলাকায় গাঁজা সেবন ও ব্যবসা করেন। এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কেউ কেউ গাঁজা কিনতে ও সেবন করতে জয়নালের বাড়িতে যান। এক পাঁচ-ছয় দিন আগে রাত নয়টার দিকে জাগীর দিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের
এক পাশে কয়েকজনকে নিয়ে জয়নাল গাঁজা সেবন করতেছিলেন। এ সময় তিনি এলাকায় জয়নালকে গাঁজা সেবন ও মাদকব্যবসা করতে নিষেধ করলে বাতেনের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় জয়নাল তাঁকে গালিগালাজ ও মারধর করার হুমকি দেন।
এই পূর্ব শত্রুতা ও পারিবারিক ঝগড়ার  বেলা ১২ টার দিকে জয়নাল ও তাঁর পরিবারের লোকজন বাতেনের ওপর হামলা করে। তাঁদের এলোপাথারি লাথি ও কিলঘুশিতে বাতেন আহত হন। এ সময় এগিয়ে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়।

স্থানীয় আটিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেন বলেন, প্রায় তিন বছর আগে মোটরসাইকেল চুরি অভিযোগে জয়নালের বিরুদ্ধে থানায় মামলা হয়। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস জেলও ভোগ করেন। গতকালের হামলার বিষয়ে তিনি খোঁজখবর নিয়ে জানাবেন বলে জানান।

এসব বিষয়ে জয়নালের বড়ভাই আবদুস সালাম বলেন, তাঁর ভাই মাদকব্যবস অভিযোগ মিথ্যা। পারিবারিক ঝগড়া থেকে মারামারি ঘটনা ঘটেছে। এতে জয়নালের মাথা ফেটে গেছে। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় ভূক্তভোগী ওই ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১১ মার্চ ২০১৮/ লিটন