ভোলায় বাবা ও মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন

ভোলা প্রতিনিধি : ভোলায় আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভোলায় মোট চার জন করোনায় আক্রান্ত রোগী শানাক্ত করা হলো।

মঙ্গলবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত দুই জন ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিএবিএস রোডের বাসিন্দা। সম্পর্কে তারা বাবা ও মেয়ে। তাদের এক জনের বয়স ৫৮ বছর ও অপর জনের ১৮ বছর। এ ঘটনায় বিএবিএস রোডের ৪৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সিভিল সার্জন জানান, আক্রান্ত দুই জনের সর্দি-কাশি রয়েছে। তবে শ্বাসকষ্ট নেই। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছিল।

এদিকে, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, প্রশাসনের পক্ষ থেকে বিএবিএস রোড এলাকা লকডাউন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে মনপুরা এবং বোরহানউদ্দিন উপজেলায় প্রথম দুই জন করোনা আক্তান্ত রোগী শানাক্ত করা হয়েছিল।
চট্টলানিউজ/এসএস