স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটা বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল বুধবার বেলা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।
সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত রাজপথে আবারও আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক।
প্রজ্ঞাপন জারির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কেন আগে ব্যবস্থা নেয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মোজাম্মেল হক খান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করতে বলা হলেও তারা সে কথা শোনেনি। তাই প্রজ্ঞাপনও জারি হয়নি। এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই। তার এ বক্তব্যের পর আজ সংবাদ সম্মেলনে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
সব খবর/ ঢাকা/ ৮ মে ২০১৮/ লিটন