বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধণা

মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ আলম হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ প্রেসক্লাবের মাঠে বুধবার রাতে মোহাম্মদ আলম হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, বিদায়ী ইউএনও র সহধর্মীনি ডাঃ তাহমিনা ফেরদৌসি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক  মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজা মোঃ তৌফিক, শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সভাপতি আবু হুসাইন বিপু, পৌর সচিব আবু হানিফ সরদার, আবাসিক মেডিকেল অফিসার, বীরগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুসামা মিয়া ঠান্ডু, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নু্রুল ইসলাম, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক।

প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে অতিথিকে ফুলেল সংবর্ধনা ও উপহার প্রদান করেন শিশু জুনাইদ আহাম্মেদ পিন্স, ছিদ্রাতুল মুনতাহা, সুমাইয়া ফাহমিদা, রেজওয়ানা তৌফিক রোজা ও শাদ হোসেন।

সব খবর/ দিনাজপুর/ ৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন