বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর : দিনাজপুরের  বীরগঞ্জে বাস নিয়ন্ত্রয়ন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পঞ্চগড়  জেলার দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মা-তারা পরিবহনের বাসটি প্রেমবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই বাসের ৩০ জন যাত্রী আহত হয়।

 সব খবর/ দিনাজপুর/ ১৯ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন