স্টাফ রিপোর্টার : আরেকটি বিয়েতে বাধা দেয়ায় স্বামীর পিটুনিতে গুরুতর আহত হয়েছেন রাশেদা বেগম নামের এক নারী।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামে।
এ ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে স্বামী আঃ রহমানকে। গুরুতর আহত রাশেদা বেগমকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশেদা বেগম জানান, প্রায় পনের বছর আগে তার বিয়ে হয় ময়নাল হোসেনের সাথে। তাদের সংসারে ১২ বছরের এক ছেলে সন্তান রয়েছে। ময়নাল হোসেন বর্তমানে প্রবাসী। স্বামীর সাথে বনিবনা নেই। বছর দুয়েক আগে তার পরিচয় হয় মাইক্রোবাস চালক আঃ রহমানের সাথে। এক পর্যায়ে প্রায় দেড় বছর আগে তারা দুজন বিয়ে করেন। কিন্তু কিছুদিন পর রাশেদা জানতে পারেন আঃ রহমান গোপনে আরেকটি বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন। গত সোমবার রাশেদা খবর পান আঃ রহমান বিয়ে করতে যাচ্ছন। খবর পেয়ে রাশেদা আঃ রহমানের বাড়িতে গিয়ে ওঠেন সন্ধ্যার দিকে। কিছুক্ষন বাকবিতন্ডর পর আঃ রহমান ও তার ভাই বাবুল মিলে রাশেদাকে বেদম মারধর করেন। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান এ ঘটনায় রাশেদা বেগমের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার করে কোর্টে পাঠিয়ে দেয়া হয়েছে স্বামী আঃ রহমানকে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ মার্চ ২০১৮/ লিটন