ঝিনাইদহ প্রতিনিধি : ‘সর্বত্র সবার জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
রেড ক্রিসেন্ট জেলা ইউনিট এর চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিট এর সেক্রেটারি জে এম রশিদুল আলম রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ফোটন, সদস্য জিয়াউল হক আজাদ, মৌ চৌধুরী, ইউনিট কর্মকর্তা তাসলিমা খাতুন, যুব প্রধান শাহিনুর আলম, সদস্য তাহেরা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সব খবর/ ঝিনাইদহ/ ৮ মে ২০১৮/ লিটন