ডেস্ক রিপোর্ট : শেষ হয়ে গেল রাশিয়ার বিশ্বকাপের প্রথম পর্ব। ৩২টি দল থেকে ১৬ দলের বিদায়। শনিবার থেকে শুরু শেষ ষোলর খেলা। বাকি ষোল দল খেলবে এই রাউন্ডে। নক আউট পর্বের এই রাউন্ডে হারলেই বিদায়। জিতলে কোয়ার্টার ফাইনাল। আসুন, দেখে নেওয়া যা শেষ ষোলতে কে কার বিপক্ষে খেলবে—
৩০ জুন, শনিবার রাত ৮ টায় ফ্রান্স বনাম আর্জেন্টিনা, রাত ১২ টায় উরুগুয়ে বনাম পর্তুগাল। ১ জুলাই রোববার রাত ৮ টায় স্পেন বনাম রাশিয়া, রাত ১২ টায় ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক, ২ জুলাই সোমবার রাত ৮টায় ব্রাজিল বনাম মেক্সিকো, রাত ১২ টায় জাপান বনাম বেলজিয়াম, ৩ জুলাই মঙ্গলবার রাত ৮টায় সুইডেন বনাম সুইজারল্যান্ড, রাত ১২ টায় কলম্বিয়া বনাম ইংল্যান্ড।