
স্টাফ রিপোর্টার : বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা বৃহস্পতিবার মানিকগঞ্জের আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এস কে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের দলনেতা নুসরাত জাহান বুশরা। রানার্স আপ হয়েছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়।
সকাল ১০ টায় আফরোজা রমজান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সভাপতিত্বে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
৮ টি বিদ্যালয়ের মধ্যে লটারী করে প্রতিপক্ষ নির্ধারন করা হয়। এর পর লটারী করে পক্ষ ও বিপক্ষ নির্ধারন করা হয়। প্রথম রাউন্ডে মডারেটের দায়িত্ব পালন করেন সমকালের মানিকগঞ্জ প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী ও সেমিফাইনাল ও চুরান্ত পর্বে মডারেটের দায়িত্ব পালন করেন খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাহাউল ইসলাম খান তুহিন । প্রতিটি পর্বে সময় নিয়ন্ত্রনের দায়িত্বে ছিলেন সমকালের সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
বিচারকের দায়িত্ব পালন করেন খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের প্রভাষক মিতা সেন , জেলা উদীচীর সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
যুক্তি, তর্ক, শুদ্ধ উচ্চারণ,তথ্য উপাত্য দিয়ে তার্কিকরা বির্তক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে অংশ গ্রহন করে সেমিফাইনাল রাউন্ডে উর্ত্তীন হয়। “প্রশ্নফাঁসে সরকারের ব্যর্থতার চেয়ে সামাজিক অবক্ষয় বেশী দায়ী” ৪টি দল অংশ নেয় সেমিফাইনাল রাউন্ডে। “ইন্টারনেটের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে” বির্তকের বিষয়ে মানিকগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয় বিপক্ষে ও সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় তার্কিকরা পক্ষে অবস্থান নিয়ে চুড়ান্ত পর্বে মুখোমুখি হয়। বিচারকদের রায়ে এবার চ্যাম্পিয়ন হয় মানিকগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হচ্ছে দল নেতা নুসরাত জাহান বুশরা, আফরিন বারী অনামিকা ও প্রজ্ঞা পারমিতা।
সমকাল সুহৃদ সমাবেশের মানিকগঞ্জ জেলা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আশুতোষ রায়ের সভাপতিত্বে সনদপত্র ও ক্রেস্ট বিতরন করেন পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাশিনাথ সরকার।
সব খবর/ মানিকগঞ্জ/ ৩ মে ২০১৮/ লিটন