বিএনপি নির্বাচন বানচাল করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিসহ সমমনা দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা যদি নির্বাচন বানচাল করতে চায়, এদেশের নিরাপত্তা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। এজন্য আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আমার মনে হয় তারা সঠিক কাজটি করতে পারবে। এজন্য তারা সব সময়ই তৈরি থাকেন।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা (বিএনপিসহ সমমনা দল) আবারও একসঙ্গে হয়ে ঘোষণা দিচ্ছে নির্বাচন করতে দেবে না। আমাদের কথা স্পষ্ট, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি নির্বাচনের ডাক দেবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে।

ভোলা দুলারহাট থানা কম্পাউন্ডে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব, বরিশালের ডিআইজি মো. জামিল হাসান, জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান প্রমুখ। এর আগে মন্ত্রী নতুন ভবনের উদ্বোধন করেন।