বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংষ্কাজনক।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডে এ দুঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে পাটুরিয়াগামী সোনারতরী পরিবাহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০জন বাসের যাত্রী আহত হয়। পুলিশ ও স্থানীরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা আশংষ্কাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

দ্রুতগামী ওই বাস ও ট্রাক জব্দ করা হলেও চালকদের আটক করতে পারেনি পুলিশ।

সব খবর/ মানিকগঞ্জ/ ১১ জুন ২০১৮/ লিটন