মাহমুদা শিকদার, গাজীপুর : গাজীপুরের তারগাছ এলাকায় বাস চাপায় আবুল হোসেন নামে এক ভ্যান চালক নিহত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবুল শরিয়তপুর জেলার আব্দুর রশিদ মৃধার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে স্কাই লাইন নামের ঢাকাগামী একটি বাস ওই ভ্যানটিকে ধাক্কা দিলে চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আবুল নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।
এঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটক করলেও এর চালককে আটক করতে পারেনি।
সব খবর/ গাজীপুর/ ২৪ মে ২০১৮/ লিটন