ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় জনপ্রিয় কথাসাহিত্যিক রণজিৎ সরকারের ছয়টি বই এসেছে। এর মধ্যে তিনটি কিশোর উপন্যাস ও একটি বড়দের মুক্তিযুদ্ধের উপন্যাস। এ ছাড়া এসেছে দুটি গল্পগ্রন্থ।
পার্ল পাবলিকেশন্স থেকে এসেছে কিশোর উপন্যাস ‘ভূতের সেলফি ম্যাজিক’। বইটি পাওয়া যাবে পার্ল পাবলিকেশন্সের ৬ নম্বর প্যাভিলিয়নে।
কিশোর উপ্যানস ‘স্কুলের বেস্ট স্টুডেন্ট’ এসেছে শিশুরাজ্য প্রকাশন থেকে। মেলায় ৫৫৩ নম্বর স্টল থেকে পাওয়া যাবে।
শাহ্জী প্রকাশন থেকে এসেছে কিশোর উপন্যাস ‘পূজার পড়ালেখা’। স্টল নং ৩৫৩। মুক্তিযুদ্ধের উপন্যাসটা এসেছে বেহুলাবাংলা থেকে। স্টল নং ১৭২-৭৩।
তাম্রলিপি থেকে এসেছে ভাষাশহিদ ও বীরশ্রেষ্ঠদের জীবনী নিয়ে গল্পের বই- ‘ভাষাশহিদ ও বীরশ্রেষ্ঠদের গল্প’। বইটি পাওয়া বইমেলার তাম্রলিপি ১২ নম্বর প্যাভিলিয়নে।
এ ছাড়াও আরও একটি গল্পের বই এসেছে রিয়া প্রকাশনী থেকে নাম-‘বিকেল বেলা ক্রিকেট খেলা’ গল্পের বইটি ৬০৬ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়া পূর্বে প্রকাশিত বইগলো পাওয়া যাচ্ছে মেলাতে।
এছাড়াও যারা ঘরে বসে বই সংগ্রহ করতে চান তারা রকমারি ডটকমে ১৬২৯৭ যোগাযোগ করতে পারেন।
সব খবর/ ঢাকা/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন