ফেন্সিডিলসহ এক নারী গ্রেপ্তার

কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ফেন্সিডিলসহ নারগিস খাতুন পপি নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে তার বাড়ি থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তার পপি ওই গ্রামের সিরাজ ড্রাইভারের মেয়ে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ পপি খাতুনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

সব খবর/ ঝিনাইদহ/ ২৪ মে ২০১৮/ লিটন