প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে হবে- দিলারা মুস্তফা

স্টাফ রিপোর্টার : মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মুস্তফা বলেছেন, শুধু পড়াশুনা নয় সময় উপযোগী বিভিন্ন প্রশিক্ষন গ্রহন করতে হবে। স্বাবলম্বী হয়ে নিজের পাঁয়ে দাঁড়াতে হবে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে মানিকগঞ্জ সরকারী শিশু পরিবারের অনাথ শিশুদের মাঝে ঈদের জামা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় শিশু পরিবারের অনাথ শিশুদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা নিজেদের কখনও একা মনে করবেনা। সবসময়ই জানবে তোমাদের পাশে আমি আছি। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে।

এসময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস নীনা রহমান, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক লাভলী খানম, স্থানীয় ব্যবসায়ি মো. মাসুদ করিম, ওবাইদুর রহমান রাসেল, আইনজীবী মো. বজলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার ব্যক্তিগত তহবিল থেকে ৯০ জন এতিম শিশুদের ঈদের অগ্রিম শুভেচ্ছা হিসেবে নতুন জামা কাপড় ও পাঁচজন বিদায়ী শিক্ষার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ মে ২০১৮/ লিটন