যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দেশে ফিরছেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং আরও জানিয়েছে, সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটযোগে (ফ্লাইট নম্বর বিজি-০০২) ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এর আগে তাকে বহনকারী ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ২০ মিনিটে) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্যান্য সরকারি কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০ জুলাই লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড এবং লর্ড আহমেদ অব ঊইম্বলডন আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
২২ জুলাই সেখানকার একটি হাসপাতালে তার বাম চোখে অস্ত্রোপচার করা হয়। ৩ আগষ্ট লন্ডনে জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।