স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও এসকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
শনিবার সকালে বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
বস্তা দৌড়, মোরগ লড়াই, উচ্চ লাফ, রশি লাফসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সরকারি বালক, ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা।
সব খবর/ মানিকগঞ্জ/ ২০ জানুয়ারি ২০১৮/ লিটন