প্রতিবেশিকে ফাঁসাতে গিয়ে….

স্টাফ রিপোর্টার : প্রতিবেশির বাড়িতে রাইফেলের গুলি রেখে তাকে ফাঁসাতে গিয়েছিলেন উজ্জল হোসেন। কিন্তু নিজেই ফেঁসে গেলেন। পুলিশ তাকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দিয়েছেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আঃ রশিদের ছেলে উজ্জল হোসেনের  সাথে প্রতিবেশি রহুল আমীনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।  সোমবার রাতে উজ্জল পুলিশকে ফোন করে জানান রহুল আমীনের বাড়িতে অবৈধ জিনিস রয়েছে। খবর পেয়ে ঘিওর থানার এসআই ফিরোজ মিয়া রাতে রহুলের বাড়িতে গিয়ে বিভিন্নস্থানে তল্লাশী চালায়। এসময় উজ্জলও সাথে ছিলেন। তার দেয়া তথ্য অনুযায়ি বাথরুমের কাছ থেকে পলিথিনে মোড়ানো ৭.৬২ এসএমজি রাইফেলের একটি তাজা গুলি এবং নাইন এম এম চাইনিজ রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করা হয়।
বিষয়টি সন্দেহজনক হলে উজ্জলকে আটক করে থানায় আনা হয়। উজ্জলের ছোট ভাই ইকবাল সেনা সদস্য। ধারণা করা হচ্ছে গুলি গুলো সেই ব্যবস্থা করেছে।
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান,জিজ্ঞাসাবাদে উজ্জল গুলি রাখার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে। গুলি কোথা থেকে সংগ্রহ করেছেন সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন