স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে পৌর আওয়ামীলীগের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পক্ষ থেকে চার শতাধিক দু:স্থদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার বিকেল মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সভাপতিত্বে পৌরসভার বিভিন্ন এলাকার দু:স্থদের মধ্যে কম্বল বিতরন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমূখ।
সব খবর/ মানিকগঞ্জ/ ৭ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন