মোঃ শামসুল ইসলাম, রাজশাহী : রাজশাহীর তানোর থানার কনস্টেবল মোঃ এরশাদ আলীর স্ত্রী মোসাঃ মাহফুজা আক্তার পলি (৩২) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।
শুক্রবার সকালে তানোর গ্রামের আলহাজ্ব কছিম উদ্দিনের ভাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
পলি বগুড়ার ধুনট উপজেলার মোঃ মকবুল হোসেনের মেয়ে। তিনি দুই কন্যা সন্তানের জননী।
পারিবারিক সুত্রে জানা যায়, পলি দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সব খবর/ রাজশাহী/ ২২ জুন ২০১৮/ লিটন