স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ ভ্যানের চাপায় রতন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার ভাকুম বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রতন উপজেলার ধল্ল্যা ইউনিয়নের আঠালিয়া গ্রামের আহাদ নূরের ছেলে। সে ভূমদক্ষিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
সিংগাইর থানার এস আই মো. সজিবুর রহমান জানান, রতন বাইসাইকেল নিয়ে জাগির থেকে ভাকুম বাসস্ট্যান্ডে যাবার পথে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবেদনের প্রেক্ষিতে রতনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান। তবে, পিকআপ ভ্যান ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ মে ২০১৮/ লিটন