স্টাফ রিপোর্টার : চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় সঞ্চয় দিবস।
দিনটি উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সঞ্চয় অফিসে গিয়ে শেষ হয়।
র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম। এসময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা সঞ্চয় কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে জেলা সঞ্চয় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ৭ এপ্রিল ২০১৮/ লিটন