পাটুরিয়া ঘাট ও মহাসড়কে থাকবে ৫শ পুলিশ

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপত্তায় পাটুরিয়া ফেরি ঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ৫শত পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশরা কাজ করে যাবেন বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যাত্রীদের নিরাপদে পাড় করার জন্য ঈদের আগে পরে মোট ৬দিন ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে, জরুরী ও অত্যাবশ্যকীয় ট্রাকগুলো এর আওতার বাইরে থাকবে। ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া ও গোলড়া নামকস্থানে ট্রাকগুলোকে আটকে দেয়া হবে, সম্ভব হলে সেগুলোকে ঘুরিয়ে দেয়ারও চেষ্টা করা হবে। এছাড়াও টাঙ্গাইল-ঘিওর সড়কে আসা ট্রাকগুলোও মহাসড়কের ঢুকতে পারবেনা।

তিনি আরো বলেন, পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনে যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য পর্যাপ্ত ট্রাফিক মোতায়েন থাকবে। এছাড়া প্রাইভেটকার ও মাইক্রোবাসগুলোকে টেপড়া এলাকা থেকে ৫ নম্বর ফেরি ঘাট দিয়ে প্রবেশ করানো হবে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ জুন ২০১৮/ লিটন