স্টাফ রিপোর্টার : ঈদ যাত্রার শেষ দিনে যানবাহনের তীব্র চাপ পড়েছে পাটুরিয়া ফেরি ঘাটে।
ভোর থেকেই ফেরিঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে।
এই সারি কখনো কখনো ৪/৫ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। অতিরিক্ত গাড়ির চাপ পড়ায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।
বর্তমানে পাটুরিয়া ফেরি ঘাটে ছোটবড় ৫শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে।
এদিকে, পাটুরিয়া লঞ্চঘাটেও যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৫ জুন ২০১৮/ লিটন