পঞ্চগড়ে হতে যাচ্ছে লোক জাদুঘর

মু. আবু নাঈম, পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের জেলা হিমালয় খ্যাত পঞ্চগড়ে লোক শিল্প সংস্কৃতির জাদুঘর গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন কয়েকজন যুবক। এইলক্ষ্যে পুরো জেলা জুড়ে প্রচারণাও শুরু করেছেন তাঁরা। জাদুঘরটি পঞ্চগড় শহরে মকবুলার রহমান সরকারি কলজের বাংলা বিভাগে স্থাপন করা হবে বলে জানা গেছে।

এই জাদুঘর সম্পর্কে জানতে চাইলে উদ্যোগী যুবকদের একজন তানবীরুল বারী নয়ন জানান, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ পঞ্চগড়ের লোকজ ঐতিহ্য সংরক্ষণের জন্য জাদুঘরের ইচ্ছেটি জাগ্রত হয় ২০০৬ সালের দিকে। তখন মকবুলার রহমান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মণি শঙ্কর দাশগুপ্ত স্যারের সাথে আলোচনা করে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করি। পরবর্তীতে স্যার বদলি হয়ে গেলে সেটি আর এগোয়নি । গত ডিসেম্বরে (২০১৭) বিষয়টি নিয়ে আমরা কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান স্যারের সাথে বৈঠক করি এবং একটি কক্ষের জন্য আবেদন করি। স্যার প্রস্তাবটি গ্রহণ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এই বৈঠকে সহযোগী অধ্যাপক জনাব মণি শঙ্কর দাশগুপ্ত, সহকারী অধ্যাপক মো দেলোয়ার হোসেন দিলু ও তাসনীমুল বারী উপস্থিত ছিলেন। নতুন করে গতি পায় জাদুঘরের ভাবনা।

জাদুঘরটিকে সমৃদ্ধ করতে জেলার মানুষজনের কাছে বিভিন্ন লোকজ পণ্য, কৃষিজ যন্ত্রপাতি, ঐতিহাসিক জিনিসপত্র চাওয়া হয়েছে। সকলের সহযোগিতায় একটি পুর্ণাগ লোকজ জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে উদ্যোক্তারা মনে করছেন।

লোক জাদুঘর বিষয়ে ডিবিসি নিউজ ও কালের কন্ঠ পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান জানান “আধুনিকতার ছোয়ায় বাংলার ঐতিহ্য আজ বিলিনের পথে, কাজেই এই লোক জাদুঘর তরুন সমাজকে বাংলার ঐতিহ্য সর্ম্পকে জানতে অনেক অনুপ্রেরণা যোগাবে”।

উদ্যোক্তাদের মধ্যে  একজন মুহাম্মদ রনি মিয়াজী বলেন, এই জাদুঘর স্থাপনের মাধ্যমে পঞ্চগড়সহ উত্তরবঙ্গের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষন ছাড়াও পর্যটনের আকর্ষন হিসেবে পঞ্চগড় জেলায় নতুন মাত্রা যোগ হবে । আজ মকবুলার রহমান সরকারী কলেজে চূড়ান্ত ভাবে পুরাতন জিনিসপত্র সংগ্রহ শুরু হয়েছে।

সব খবর/ পঞ্চগড়/ ১৬ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন