কামরুল হাসান খান : মধ্যমায়ের দেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই দেশের কল্যানে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন, মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ’লীগ আয়োজিত কর্মী সমাবেশ, সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে উপস্থিত নেতাকর্মী ও সাধারন ভোটারদের প্রতি তিনি এ আহবান জানান।
উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট আজিজুল হকএর সভাপতিত্বে বিসিবি’র এই পরিচালক বলেন,বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে সফল ভূমিকা রাখায় জাতিসংঘ আজ বাংলাদেশকে মধ্যমায়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।এ সফলতা জননেত্রী শেখ হাসিনার কারনেই সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, একটি স্বাধীনতা বিরোধী শক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন ষঢ়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদেরকে প্রতিহত করতে তৃনমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে , জেলা পরিষদ ও জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো,এ্যাডভোকেট মেহের উদ্দিন,যুগ্ম-সাধারন সম্পাদক বদরুল ইসলাম বাবলু, উপদেষ্টামন্ডলীর সদস্য সার্জন(অব:)নুরুল হক,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,আমিরুল ইসলাম মট্টু,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, জেলা পরিষদ ও জেলা আ’লীগের সম্মানিত সদস্য মাহাবুবুর রহমান জনি,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম রাজা,
সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ূন কবির শাওন,ঘিওর উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী,শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকির,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,মাহমুদ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপি থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে আ’লীগে যোগ দেন।
সব খবর / মানিকগঞ্জ / ১ এপ্রিল ২০১৮ / আসাদ