নিখোঁজের ২০ ঘন্টা পর পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে আসামীর সাথে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর পুলিশ কনস্টেবল শাহীনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা দেড়টার দিকে কালীগঙ্গা নদীর জয়নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ঢাকার ডুবুরি দল।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মানিকগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় কালীগঙ্গা নদীতে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ শাহীনুর রহমান সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তিনি গাজীপুর জেলার গোহাইল বাড়ি গ্রামের অহিদুর রহমানের ছেলে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে গিলন্ড গ্রামের মাদক ব্যবসায়ী সালামকে ধরে থানায় নিয়ে যাবার সময় ওই মাদক ব্যবসায়ী রাস্তা থেকে দৌড়ে নদীতে ঝাপ দেয়। পরে তাকে ধরার জন্য পুলিশ সদস্য শাহীনও নদীতে ঝাপ দেয়। মাদক ব্যবসায়ী সালাম নদী সাঁতরে পালিয়ে গেলেও নিখোঁজ হন পুলিশ কনস্টেবল শাহীন। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সার্ভিস ও ঢাকার ৫ ডুবুরি অভিযান চালায়। পরে বেলা দেড়টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহীনুর রহমান দেড় বছর আগে মানিকগঞ্জ সদর থানায় যোগদান করেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক।

সব খবর/ মানিকগঞ্জ/ ২০ এপ্রিল ২০১৮/ লিটন