না ফেরার দেশে সাংবাদিক কালাম বিশ্বাস

স্টাফ রিপোর্টার : দৈনিক সংবাদ পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য মুহাম্মদ আবুল কালাম বিশ্বাস (৪৩) আর নেই। (ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার মহাখালীস্থ বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিকসহ নানান জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আবুল কালাম বিশ্বাসের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে সব খবর পরিবার।

সেই সাথে শোক জানিয়েছেন, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজান বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিকাল ৫টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে তার মৃতদেহে ফুল দিয়ে শ্রদ্ধা ও শোক জানান তার সহকর্মীরা। প্রেসক্লাব চত্তরে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব শহরের বেউথা কবরস্থান মসজিদে নামাজে জানাযা শেষে তাকে বেউথা কবরস্থানে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসুচী গ্রহণ করেছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ২২ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন