দেয়াল ধ্বসে আহত শিক্ষার্থী আফরিন নিহত

class="gmail_quote">পার্থ হাসান, পাবনা : পাবনা শিবরামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দেয়াল ধ্বসে আহত চার শিক্ষার্থীর মধ্যে আফরিন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আফরিন শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে এবং সে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম আফরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ করে শিক্ষার্থীদের ওপর দেয়াল ধ্বসে পড়ে। এতে গুরুতর আহত হয় বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন, আফসানা, আল আমিন ও ইসমাইল। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আফরিন ও ইসমাইলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আফরিনের মৃত্যু হয়।
এদিকে, আফরিনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সব খবর/ পাবনা/ ২১ এপ্রিল ২০১৮/ লিটন