দূর্নীতি করেছে বলেই খালেদা আজ জেলে -জাহিদ মালেক

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, খালেদা জিয়া দুর্নীতি করেছে বলেই তার স্থান হয়েছে জেল হাজতে। বিএনপি জামায়াতের আমলে দেশে শুধু দুর্নীতিই হয়েছে।সব খাত থেকেই লুটপাট করায় আজ তারা সাজাভোগ করছে। এই রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাষন প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার মানিকগঞ্জের সাটুরিয়ায় সাহেবপাড়া গ্রামে আনসার আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: লুৎফর রহমানের উদ্যোগে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। সেই সাথে তাদেরকে বিনামূল্যে বিভিন্ন ঔষধও প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন খুরশিদ আলম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জেলা হাসাপাতালের তত্ববধায়ক সাইফুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রঞ্জিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে চিকিৎসা খাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হওয়ায় শেখ হাসিনা সারা বিশ্বেই প্রসংশিত হয়েছেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১০ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন