দু:স্থ চরবাসীর মাঝে দূর্জয়ের কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরাঞ্চলে অসহায়, দু:স্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে স্থানীয় সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ব্যক্তিগত তহবিল থেকে এই কম্বল বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়ন দুর্গম চরাঞ্চল। এসব এলাকায় অধিকাংশ মানুষ দু:স্থ। তীব্র শীতে এখানকার মানুষের কষ্ট বেড়ে গেছে। তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় এসব এলাকার শীতার্ত মানুষের খোঁজখবর কেউ রাখে না। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে যা সহায়তা করা হয়, তা প্রয়োজনের চেয়ে অপ্রতুল।
বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের জিয়নপুর এলাকায় শীতার্ত ৭০০ পরিবারকে কম্বল বিতরণ করা হয়। এরপর বিকেল পাঁচটার দিকে পারুরিয়া এলাকায় ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে নাঈমুর রহমান দূর্জয়, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম জনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্যসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাঈমুর রহমান দূর্জয় বলেন, ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার শীতার্ত পরিবারকে কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামি কয়েক দিনের মধ্যে অন্যান্য চরাঞ্চলে শীতার্তদের সহায়তা করা হবে।
বর্তমান সরকারকে উন্নয়নের সরকার হিসেবে আখ্যায়িত করে দূর্জয় আরো বলেন, এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ দৌলতপুর/ ১৫ জানুয়ারি ২০১৮/ লিটন