স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে ছয় বছরের মেয়ে আফরিন আক্তার (৬) এবং ছেলে আব্দুল মোমিন (৪) কে বিষ পান করিয়ে বিষপানে আত্মহত্যা করেছে মা রিনা আক্তার (২৯)।
তবে বিষপানে আহত ছেলে মেয়েদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন। রিনা আক্তার জেলার সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের আবির হোসেনের স্ত্রী।
শনিবার দুপুরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিনা আক্তারের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাত ৮ টার দিকে রিনাসহ আহতদেরকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখান থেকে আহতাবস্থায় ছেলে মেয়ের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে ওসি খোন্দকার ইমাম হোসেন আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যার ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত কোন অভিযোগ দায়ের করেনি।
বিষপানে আহত ছেলে মেয়েরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মা রিনা আক্তার মারা গেলেও ছেলে মেয়েরা শঙ্কামুক্ত। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন শেষে বিস্তারিত কিছু বলা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৭ মার্চ ২০১৮/ লিটন