তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

সোমবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে মেলায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বক্তব্য রাখেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৬ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন