কি বলেছি, কি করেছি বলুন দেখি ভাই!
সারাটা দিন কলুর বলদ শহর সামলে যাই;
একটু না হয় দোর দিয়েছি, খিল দিয়েছি আঁড়ে
কয়েক মিনিট বিশ্রামাগারে, তাতেই লোকের বাড়ে।
বিল নিইনি, বিল দেইনি কেবল মনের আশ
মনের সাথে একটু না হয় শরীর হলো ফাঁস;
আমার খাট, আমারই কাঠ, আস্ত আছে তোশক
তবু কেন তোমার জ্বলে যেই বা আসার আসুক?
কার ঘরেতে নজর দিলাম, কার বৌয়েতে হাই
নিজের টাকায় লীলা-লাস্য, তাতেও খোঁচান চাই;
এতো কেন খায়েস রে ভাই, ক্যামেরা লাগাও রুমে
ঘরে কি বাপ, মা-বোন নাই, চোখটা কেবল কামে?
হাতের মুঠোয় ধন পেয়েছি, মান দিয়ে কি হবে
খামোখা এই চাপার বাড়ি, সাংবাদিকের বুমে;
তারচে রে ভাই, তুমিও চল, না হও যদি মাকাল
বাড়া ভাতে ছাই দিও না, যৌবনে নাই অকাল!
লেখিকা: বীথি রহমান, কবি-সাংবাদিক ও ব্যাংকার।
দেশসংবাদ/এসএস