অরন্য সাইফুল, চট্টগ্রাম (ফটিকছড়ি) : তিনদিনের টানা বষর্ণে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি ও রামগড়ের অনেকগুলো নিম্নাঞ্চল।
রামগড়ের জগন্নাথ পাড়া,গর্জনতলী,ফেনীরকুল,নজিরটিলা ও সোনাইপুলের অনেক মানুষের বাড়ি ঘর প্লাবিত হয়েছে, বন্যার পানিতে একাকার হয়েছে তাদের পুকুর। ফটিকছড়ির পুরান রামগড়,বাগান বাজার,২৫নং চা বাগান ও মোহান্মদ পুর সহ প্লাবিত হয়েছে অনেক গ্রাম। বাগান বাজারে হিন্দু গ্রামের শত শত মানুষ পানিবন্দি। মানবেতর জীবনযাপন করছে সেখানকার খেটে খাওয়া মানুষ।
সরকারি কোন আশ্রয় কেন্দ্র না থাকাতে দুর্গত মানুষেরা ঠাঁই নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায়। গবাদি পশু নিয়ে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে কৃষক মাঠ-ঘাট সব পানির নিছে তলিয়ে যাওয়াতে গবাদি পশু গুলো ভূগছে চরম খাদ্য সংকটে।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে দুর্গত মানুষ গুলো খাদ্য সংকটে ভুগছে। এখনো পর্যন্ত সরকারি কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
সব খবর/ চট্টগ্রাম/ ১২ জুন ২০১৮/ লিটন