টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আশিকুর রহমান, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফুয়াত জিশাত (১৭) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দপ্তরিয়া ইউনিয়নের ফয়েজপুর ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফুয়াত জিশাত ঢাকার আগরা কলাবাগানের ফজলুল রহমান সেলিমের ছেলে। সে ঢাকার ইংলিশ মিডিয়াম একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলতি এইচএসসি পরীক্ষা দিয়েছিলো।

নাগরপুর ফায়ার সাভিসের স্টেশন অফিসার নাছিম রেজা বলেন, ফুয়াত জিশাত টাঙ্গাইলের নাগরপুরে তার বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুয়াতসহ তিন মিলে ফয়েজপুর ঘাটে যমুনা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা তিনজন নদীতে ডুবে যায়। পরে সেখান থেকে দুই জন উঠতে পারলেও ফুয়াত উঠেতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উদ্ধার অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে ফুয়াতের লাশ উদ্ধার করা হয়।

সব খবর/ টাঙ্গাইল/ ৮ জুন ২০১৮/ লিটন