টাঙ্গাইলে দুই ট্রাকের সংর্ঘষে নিহত ৩

টাঙ্গাইল সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামকস্থানে ট্রাক ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো একজন।

বুধবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত একজন মিনিট্রাকের চালক ও দুইজন যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।

নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার জমশেরের ছেলে জীবন (২৫), বিরল থানার তেঘরা গ্রামের আমিনুলের ছেলে মামুন (২৭)ও একই এলাকার মুন্না (২৮)।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সেকেন্ড অফিসার নুর-এ আলম জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পাথর বোঝাই ট্রাক ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনিট্রাকের চালক ও একযাত্রী নিহত হয়। পরে আহত দু’জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়।

সব খবর/ টাঙ্গাইল/ ৬ জুন ২০১৮/ লিটন