ঝিনাইদহ প্রতিনিধি: বাজেট প্রণয়নে নাগরিক মতামত গ্রহণের লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভায় উন্মুক্ত প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় শনিবার দুপুরে ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা।
ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক জেলা শাখার সভাপতি আবু তাহের, আহ্বায়ক এম সাইফুল মাবুদ, পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ, কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু, সাইফুল ইসলাম মধু।
অনুষ্ঠান পরিচালনা করেন সনাকের সদস্য এন এম শাহজালাল। এসময় পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১’শ ২৮ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা খসড়া বাজেট পেশ করা হয়। সনাকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উন্নয়ন খাতে বেশি বরাদ্ধ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সব খবর/ ঝিনাইদহ/ ২৬ মে ২০১৮/ লিটন