ঝিনাইদহ প্রতিনিধি : “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আক্তারুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমেদসহ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষা দানের জন্য শিক্ষকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সব খবর/ ঝিনাইদহ/ ৬ মার্চ ২০১৮/ লিটন
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ নূরুল আমিন, সম্পাদকীয় কার্যালয়: চরফ্যাশন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (সিআইআইটি) রতন প্লাজার তৃতীয় তলা, সদর রোড, চরফ্যাশন, ভোলা।
ঢাকা অফিস: রায়পুরা হাউস (২য় তলা), ৫/এ, আউটার সার্কুলার রোড, পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭ / যোগাযোগ : ০১৭১৬-২৩৭১০৮, ০১৭৬২-৪৪৭২২৮, ইমেইল : chattalanews@gmail.com