স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা জি. কে স্পোটিং কাবের আয়োজনে জাহিদ মালেক স্বপন ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
জি. কে স্পোটিং কাবের সভাপতি মো. বদর উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, জেলা আওয়ামীলীগের সদস্য মো. শামছুল হক, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর ইসলাম, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক এবং জি. কে স্পোটিং কাবের ক্রীড়া সম্পাদক মো. মাসুদ রানাসহ অনেকেই।
জাহিদ মালেক স্বপন বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি। তারা শুধু ভোট নিয়ে গেছে। তারা কোন উন্নয়ন করেনি। আমাদের সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। সামাজিক উন্নয়নের পাশাপাশি সরকার মানসিক উন্নয়নের জন্যে বিনোদনের দিকেও বেশ গুরুত্ব দিয়েছে।
খেলায় মানিকগঞ্জ খোকন একাডেমিকে ১ গোলে হারিয়ে পাবনা আছাদুল ফুটবল একাদশ জয় লাভ করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১০ মার্চ ২০১৮/ লিটন