জামিনের মেয়াদ বাড়ল খালেদা জিয়ার

সব খবর ডেস্ক : জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতির অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

সোমবার মামলার শুনানিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীরা আবেদন করলে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়ার জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বৃদ্ধি করেন। একইসঙ্গে ওইদিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

এদিন আদালতে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এ মামলার জারি করা হাজিরা পরোয়ানা প্রত্যাহারে তার আইনজীবীরা আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট এই মামলা করে দুদক।

সব খবর/ ঢাকা/ ০৪ জুন ২০১৮/ লিটন