ঝিনাইদহ প্রতিনিধি : অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সংগঠন।
সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন করে ঝিনাইদহ প্রেসক্লাব।
এসময় প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, আমিনুর রহমান টুকু, পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আসাফো জেলা শাখার সভাপতি একরামুল হক লিকুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সরকারি কেসি কলেজের সামনে মানববন্ধনের আয়োজনে করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, নিসচা জেলা শাখার সভাপতি এ্যাড.মনোয়ারুল হক লাল, সহ-সভাপতি শাহিনুর আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মেজবারুল করিম মাজীদ, কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য প্রমুখ। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। সেই সাথে এ ঘটনার মুলহোতাদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
সব খবর/ মানিকগঞ্জ/ ৫ মার্চ ২০১৮/ লিটন