স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই, ভাবী ও দুই ভাতিজাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে অপর দুই ভাই।
সোমবার ওই গ্রামে নুরুল ইসলামের বসতভিটায় এই ঘটনা ঘটে।
এঘটনায় নুরুল ইসলাম তার ভাই ইউনুছ আলী, মোখলেছ আলী, দুই ভাবী নূরজাহান বেগম ও হালিমা বেগমকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়াইভিকরা গ্রামের আমির উদ্দিনের ছেলে নুরুল ইসলামের সাথে তার আপন ভাই ইউনুছ আলী ও মোখলেছ আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মামলার আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। এনিয়ে প্রতিবাদ করতে গেলে আসামীরা নুরুল ইসলাম, তার স্ত্রী স্বরুপজান, ছেলে সাইফুলকে পিটিয়ে আহত করে। এসময় আরেক ছেলে সাইদুর বাধা দিতে গেলে আসামীরা ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা নুরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে স্ত্রী ও দুই ছেলেকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়। সাইদুরের কপালে কয়েকটি সেলাইও দেওয়া হয়েছে।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই আশুতোষ ভৌমিক জানান, জমি সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামী ধরার চেষ্টা চলছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ৩০ জানুয়ারি ২০১৮/ লিটন