স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইলে যানবাহন চালক ও হেলপারদের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার উথলী মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। বরংগাইল হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এই সভার আয়োজন করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ইয়ামিন উদ দৌলা।
বরংগাইল হাইওয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক মোঃ আকাশ চৌধুরীর সভাপতিত্বে ও পুলিশ ফাড়ির সার্জেন্ট মোঃ রুবেল হাসান এর সঞ্চালনায় বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির (এসআই সিপিও) মোঃ আমির হোসেন, ফোরামের সহ সভাপতি মোঃ লিটন খানসহ হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার, বিভিন্ন যানবাহনের চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়ামিন উদ দৌলা বলেন, যানবাহনের চালকরা যদি নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ী চালায় তা হলে কোন ধরনের দুর্ঘটনার হবে না। কারণ প্রশিক্ষিত চালকরা যথাযথ নিয়ম নেমেই গাড়ি চালাবে।
সব খবর/ মানিকগঞ্জ/ ৮ এপ্রিল ২০১৮/ লিটন